চট্টগ্রামের রাউজান উপজেলায় আবুল হাসেম (৪২) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে রাউজান থানা পুলিশ উপজেলার হলদিয়া ইউনিয়ন থেকে এই যুবদল নেতার লাশ উদ্ধার করে।
আবুল হাসেমকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবার। নিহত আবুল হাসেম রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হলদিয়া ইউনিয়নের শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে যায়। পরে শুক্রবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাউজান থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
রাউজান থানার ডিউটি অফিসার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি। থানার অফিসার ইনচার্জকেও ফোনে পাওয়া যায়নি।