রাখির বাংলা গান

বিনোদন ডেস্ক : বলিউডের ‘আইটেম কুইন’রাখি সাওয়ান্ত। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। এমনকি পর্নো তারকা হওয়ার ঘোষণা দিয়েও আলোচনায় এসেছেন তিনি। তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমার আইটেম গানেও নেচেছেন। এবার এ আইটেম কুইনকে দেখা যাবে ঢাকাই সিনেমায়।

অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ শিরোনামের সিনেমার একটি আইটেম গানে নেচেছেন রাখি সাওয়ান্ত। জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গাওয়া ‘ডিজিটাল প্রেম’শিরোনামের একটি গানের তালে কোমর দুলিয়েছেন বলিউডের এই আইটেম গার্ল।

এ প্রসঙ্গে অনন্য মামুন রাইজিংবিডিকে বলেন, ‘মমতাজ আপা বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। এ গানটিও ভালো হয়েছে। আশা করছি এ গানটি শ্রোতাপ্রিয় হবে। এছাড়া রাখি সাওয়ান্তের ভক্তও বাংলাদেশে আছেন। রাখি এ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেলে সিনেমায় নেচেছেন। এছাড়া এর বাজেটও ভালো ছিল। সব কিছু মিলিয়ে গানটি দর্শকদের মুগ্ধ করবে।’

গতকাল ৭ ডিসেম্বর এ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। ২ মিনিট ২৭ সেকেন্ডের এ গানটিতে রাখির সঙ্গে নেচেছেন খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও সাঞ্জু। গানটির কোরিওগ্রাফার তানজিল।  গানটি লিখেছেন মাহমুদ জুয়েল। সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন।

‘আমি তোমার হতে চাই’ সিনেমাটিতে তৃতীয়বারের মতো জুটি বেঁধেছেন বাপ্পী-মিম। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন-জন, দিপালী, ডন, মুনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন-সোমেশ্বর অলি। সিনেমাটি প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস।

দেখুন : ডিজিটাল প্রেম গানটি