রাখে আল্লাহ মারে কে ?

এস,এম,মনির হোসেন জীবনঃ রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আটকাপড়া একই পরিবারের দুই শিশু সহ ৪সদস্যকে জীবিত ও অক্ষত অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করছে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। উদ্বারকরা পরিবারের সদস্যরা হলেন- বাবা মো: জাফর ইকবাল (৫১),মা শাহনাজ মিল্কি (৩৯), ১৩ বছরের মেয়ে মোছফারা ও ২ বছরের মেয়ে কাইয়েনাত। রাখে আল্লাহ মারে কে ? আল্লাহ নিয়ে ঠেকায় কে ?

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উত্তরা পশ্চিম থানার উত্তরা সেক্টর-৫,রোড-৫,বাড়ী-৩৮, ৬ষ্ঠ তলা ভবনের ৫ম তলার ফ্লাটে এঘটনা ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উত্তরা পশ্চিম থানার উত্তরা সেক্টর-৫,রোড-৫,বাড়ী-৩৮, ৬ষ্ঠ তলা ভবনের ৫ম তলার ফ্লাটে একই পরিবারের ২ শিশু,পিতা মাতা সহ ওই পরিবারের ৪জন সদস্য আটকা পড়েন। এমন সংবাদ পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলামের নের্তৃত্বে একটি চৌকস টিম সেখানে দ্রæত পৌঁছে ওই ফ্লাটে ঢুকে দেখতে পান যে পরিবারের সদস্যরা ভেতরে আটকা পড়ে আছে। তারপর দ্রæত দমকল বাহিনীর সদস্যরা অত্যাধুনিক যন্ত্র ’’ডোর ওপেনার’’ ব্যবহার করে পরিবারের ওই ৪ জন সদস্যকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম আরো জানান, ফ্লাটের ভেতর প্রায় ১ ঘন্টার বেশী সময় পরিবারের ৪সদস্য আটকা ছিলেন। ঘটনার সময় আশেপাশের প্রতিবেশীরা আটকা পরা পরিবারটিকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করেন। ফ্লাটের ভেতর রান্না ঘরে ২ বছরের শিশু বাচ্চা আটকা ছিল। ঘটনার সময় প্লাটের রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা ছিল এবং বিদ্যুৎ ও ছিল। শিশু বাচ্চাটি বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে ভাগ্যক্রমে রক্ষা পেয়েছে। এছাড়া ফ্লাটের অন্য একটি রুমে ওই পরিবারের অপর ৩ জন সদস্য আটকা পড়ে ছিলেন। উত্তরা দমকল বাহিনীর সদস্যরা প্রায় ১০ মিনিট সফল চেষ্টার ফলে আটকা পরা পরিবারের সকল সদস্যকে উদ্ধার করেন। উদ্বারকরা পরিবারের সদস্যরা হলেন- বাবা মো: জাফর ইকবাল (৫১),মা শাহনাজ মিল্কি (৩৯), ১৩ বছরের মেয়ে মোছফারা ও ২ বছরের মেয়ে কাইয়েনাত।

ওই বাসার নিরাপত্তা প্রহরী মোঃ নবী হোসেন জানান, ভাগ্যক্রমে একই পরিবারের ২ শিশু ও তাদের পিতা মাতা সহ মোট ৪সদস্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে প্রাণে রক্ষা পেল। তিনি আরো বলেন, রাখে আল্লাহ মারে কে ? আল্লাহ নিয়ে ঠেকায় কে ? এসময় উদ্বারকৃত পরিবারের সদস্য এবং ওই প্লাটের বাসিন্দাররা উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ও সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতঞ্জতা প্রকাশ করেন।