নিজস্ব প্রতিবেদক :
সিলেটের তারাপুর চা স্টেটের রাগিব আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিগত এক বছরের ব্যাংক হিসাব সংক্রান্ত নথি দাখিল করতে ওই কলেজের অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৩১ আগস্টের মধ্যে তাকে এই হিসাব দাখিল করতে বলা হয়েছে।
বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে মেডিক্যাল কলেজের পক্ষে শুনানি করেন বিচারপতি (অবসর) নজরুল ইসলাম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
চলতি বছরের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে তারাপুর চা স্টেটের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেন। একই সঙ্গে ওই স্টেটের মধ্যে রাগিব আলী মেডিক্যাল কলেজ ও যত স্থাপনা রয়েছে, তা ভেঙ্গে ফেলতে বলা হয়।
আপিল বিভাগের এই রায়ের পর রাগিব আলী মেডিক্যাল কলেজ হাসপাতালটি স্থানান্তরের জন্য এক বছরের সময় চেয়ে গত জুন মাসে একটি আবেদন দাখিল করেন কলেজ কর্তৃপক্ষ।
বুধবার এই আবেদনের শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ রাগিব আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক বছরের হিসাবের তথ্য তলব করেন।
প্রধান বিচারপতি বলেন, এই দেশে অনেক অনিয়ম হচ্ছে। এই ধরনের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলে তা উদাহরণ হয়ে থাকবে।