রাঙামাটিতে এক কর্মীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা

হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শনিবার দিবাগত গভীররাতে বাঘাইছড়ি উপজেলাধীন বঙ্গতলী ইউনিয়নের বালুখালী গ্রামে নতুন মনি চাকমা (৩৫) কে হত্যা করা হয়। তিনি স্থানীয় রূপকারী ইউনিয়নের বাসিন্দা। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য শান্তিচুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের সক্রিয় এক কর্মীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলের নির্দেশনা অনুসারে ইউপিডিএফ সক্রিয়কর্মী নতুন মনি চাকমা ও দর্শন চাকমা এক সঙ্গে বালুখালী এলাকার দায়িত্বে ছিলেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় নতুন মনি চাকমাকে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ ঘরের বাইরে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতক। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের স্ত্রী-স্বজনরা এসে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেনের নেতৃত্বের পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার পর থেকে নতুন মনি চাকমার সহকর্মী দর্শন চাকমা (৩৭) পলাতক রয়েছে।

গণতান্ত্রিক ইউপিডিএফের পক্ষ থেকে নিহত নতুন মনি চাকমাকে দলীয় কোন্দলের কারণে ইউপিডিএফের ঊর্ধ্বতন নেতার নির্দেশে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।