রাজগঞ্জ ফাযিল মাদ্রাসায় প্রভাষক নিয়োগ নিয়ে এলাকায় তোলপাড়

মেহেদী হাসান,কেশবপুর (যশোর) থেকেঃ মনিরামপুরে একটি মডেল ফাযিল (বি.এ) মাদ্রাসায় অনিয়ম এবং বিধি বহির্ভূত ভাবে ৬ লক্ষ টাকার বিনিময়ে আরবি প্রভাষক পদে নিয়োগের অভিযোগ উঠেছে। নাশকতা, রাস্তার গাছ কাটাসহ একাধিক মামলার আসামী জামায়াতের সক্রিয় কর্মী মাওঃ আবু বক্কর সিদ্দিকের নিয়োগ দেয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল (বি.এ) মাদ্রাসায় সম্পূর্ণ বিধি বহির্ভুত ভাবে একজন জামায়াত কর্মীকে নিয়োগ দেয়া হয়েছে। সরকারী পরিপত্র মোতাবেক গত ২০১৫ সালের ২২ অক্টোবরের পরে বে-সরকারী স্কুল, কলেজ এবং মাদ্রাসায় শিক্ষক-প্রভাষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করে দেয়া হয়। আর এর বিপরীতে ৩১ ডিসেম্বর ২০১৫ সাল থেকে এ সকল প্রতিষ্ঠানে সরকার সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ করে দেয়।
কিন্তু সরকারী নীতিমালা উপেক্ষা করে রাজগঞ্জ ফাযিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জাহাঙ্গীর আলম মোটা অংকের উৎকোচের বিনিময়ে সৃষ্টপদে গত ১০ ডিসেম্বর ২০১৬ তারিখে একজন আরবি প্রভাষক নিয়োগ সংক্রান্ত বোর্ড করানো হয়। জানা গেছে এ পদের বিপরীতে গত ২০১৫ সালের ৪ নভেম্বর গোপনীয়তা রক্ষা করে নাম মাত্র দু’টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিধান রয়েছে।
কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের ১ বছর ১ মাস ৬ দিন পরে নিয়োগ বোর্ড হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এলাকায় চাউর উঠেছে নিয়োগকারী মাওঃ আবু বক্কর সিদ্দিকীর শিক্ষক নিবন্ধনটি সনদটি সঠিক, না-কি ভুয়া ? আবু বক্কর সিদ্দিক মশ্মিমনগর ইউনিয়নের শাহপুর গ্রামের অধিবাসী। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত।
এলাকাবাসী সূত্রে আরো জানাযায়, অধ্যক্ষ ব্যক্তিগত ২ লক্ষ এবং প্রতিষ্ঠানের উন্নয়নের নামে ৪ লক্ষ মোট ৬ লক্ষ টাকার বিনিময়ে মাদ্রাসা ক্যাম্পাসে এ তথাকথিত নিয়োগ বোর্ড করেন। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ নিয়োগের বিপরীতে ২০১৫ সালের ২১অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর সরকারী নীতিমালা আলোকেই নিয়োগ বোর্ড করা হয়েছে। তবে টাকা নেয়ার কথাটি অস্বীকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান বলেন, সরকারী সর্বশেষ নীতিমালার আলোকে নিয়োগ বোর্ড হয়েছে। কিন্তু অর্থনৈতিক বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানিনা। যদি নিয়োগ বাণিজ্য হয়ে থাকে তাহলে অধ্যক্ষর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।