রাজধানীতে অভিযান অস্ত্রসহ ছিনতাইকারী সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ছিনতাইকারী ও মলমপার্টি চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল, ট্যাব, ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোবাবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যাওয়ায় রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ পর্যন্ত ১৩ জন ছিনতাইকারী ও মলমপার্টির সদস্যকে আটক করা হয়েছে।

রোববার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।