
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনির হোসেন গাজী, মো. মনির হোসেন, মো. মোফাজ্জল হোসেন ওরফে রনি, মিন্টু খান ওরফে সোহেল, মো. হযরত আলী ও মো. মনির হোসেন।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে।