রাজধানীতে অস্ত্রসহ এক ব্যক্তি আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে অস্ত্রসহ আলাউদ্দিন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. ইউসূফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নয়টি পিস্তল, একটি শর্টগান, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।