রাজধানীতে আইএলও কর্মকর্তার গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক : প্রিভিলেজড পারসনের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের সিনিয়র স্কিল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কিশোর কুমার সিং এর ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর কিশোর কুমার সিংয়ের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধা নিয়ে অবৈধভাবে গাড়ি ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়ার পর ২২ ডিসেম্বরের মধ্যে গাড়ি জমা দেওয়ার জন্য শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর থেকে চিঠি দেওয়া হয়।

চিঠির সূত্রে জানা যায়, শুল্ক ও গোয়েন্দার কাছে তথ্য রয়েছে আইএলও বর্তমান সিনিয়র স্কিল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কিশোর কুমার সিং ইউএনডিপিতে (ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম) থাকাকালে শুল্কমুক্ত সুবিধায় এজেএস-০৪৬ নম্বরের গাড়ি ব্যবহার করতো। কিন্তু তিনি ইউএনডিপি থেকে আইএলও-তে যোগদান করলেও পুরাতন কাস্টমস পাসবুক (পাসবুক নং-১০৫/১১) জমা না দিয়ে কাস্টমস থেকে নতুন পাসবুক গ্রহণ করে ওই একই গাড়ির রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে শুল্কমুক্ত সুবিধা নিচ্ছেন। যা ১৯৬৯ সালের কাস্টমস আইনের লঙ্ঘন। তাই ২২ ডিসেম্বরের মধ্যে ওই গাড়িসহ পুরাতন পাসবুক শুল্ক গোয়েন্দার কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমস আইন অনুসারে শুল্কমুক্ত সুবিধা নিয়ে কেউ কোনো গাড়ি ব্যবহার করলে পরবর্তী সময়ে ওই কর্মকর্তার পদবি পরিবর্তন হলে বা অন্য কোনো সংস্থায় যোগদান করলে পুরাতন কাস্টমস পাসবুক জমা দিয়ে নতুন করে পাসবুক গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে পুরাতন গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা যাবে না। কাস্টমস আইন ১৯৬৯ এর ৭ ধারা অনুসারে এই নোটিশ দেওয়া হয়েছে।