রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে হাজরা শহিদুল ইসলাম বাবলু (৬৮) নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাতীয় পার্টির (জাপা) বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পল্টন থানার এসআই নুরুজ্জামান জানিয়েছেন, সংবাদ পেয়ে হোটেলে ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

মৃত জাপা নেতার ভাগনি জামাই মো. শাহিন উদ্দিন জানান, শহিদুল ইসলাম বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে বাগেরহাট-২ থেকে এমপি নির্বাচন করেছেন।

পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন শহিদুল ইসলাম। থাকতেন গ্রামের বাড়িতেই। পার্টির কাজে ঢাকায় আসলে ওই হোটেলে ওঠেন। বুধবার সকাল ৮টার দিকে তিনি হোটেলে উঠেছিলেন।