
এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর উত্তর বাড্ডার মুক্তার সিএনসি পাম্প এলাকায় আসমানি পরিবহন ও বিহঙ্গ পরিবহন নামের দুই বাসের প্রতিযোগিতায় মো: জহিরুল ইসলাম ওরফে জহির (১৮) নামে বিহঙ্গ পরিবহনের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় বাস দুটিকে আটক করা হয়। তবে,বাসের চালক কৌশলে পালিয়ে গেছে।খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ নিহত বাস হেপারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বুধবার বিকেল ৪ টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার মুক্তার সিএনসি পাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশাদ আলী আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেল ৪ টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার মুক্তার সিএনসি পাম্প এলাকায় আসমানি পরিবহন ও বিহঙ্গ পরিবহনের দুটি বাস পাশাপাশি প্রতিযোগিতা করে রাস্তায় চলছিল।এসময় মুক্তার সিএনসি পাম্প এলাকায় বাস টার্নিং নেওয়ার সময় হেলপার জহির হঠাৎ বাস থেকে রাস্তার ওপর নিচে পড়ে গেলে আসমানি পরিবহনের বাসের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যায়। দুর্ঘটনার পর বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশাদ আলী ঘটনাস্থলে পৌছে নিহত জহিরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে।
এঘটনায় বাড্ডা থানা পুলিশ আসমানি পরিবহন ও বিহঙ্গ পরিবহনের বাস দুটিকে আটক করলেও বাস চালকদেরকে আটক করতে পারেনি। নিহত জহির সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজারের উরারগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে ঢাকায় মিরপুর দুয়ারী পাড়ায় থাকতো। সে বিহঙ্গ পরিবহনের হেলপার ছিল। এঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।