নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে একটি ভবন থেকে পড়ে নুরুন নবী (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন।
শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের ওরিয়েন্টাল ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।
নুরুন নবীর সহকর্মী দুলু মিয়া জানান, ওরিয়ন্টাল ভবনের ছয় তলায় সংস্কারের কাজ করছিল নুরুন নবী। এ সময় সে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।