রাজধানীতে এক কেজি হেরোইনসহ চারজনকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি হেরোইনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঢাকার ক্যান্টনম্যান্ট ও শাজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানাতে পারেননি তিনি।

মাসুদুর রহমান বলেন, ‘গতকাল রাতে ক্যান্টনম্যান্ট ও শাজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ চারজনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’