রাজধানীতে এক তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাসানটেকে আঁখি (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে প্রজন্ম ভবন নামের একটি মহিলা হোস্টেলের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ভাসানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, দুপুরে প্রজন্ম ভবনের নিচ থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।