রাজধানীতে এক নৈশপ্রহরীকে কুপিয়ে খুন করে একটি মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ভোরে দারুসসালাম এলাকার একটি বাসা থেকে ওমর ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ। রাজধানীর দারুসসালাম এলাকায় এক নৈশপ্রহরীকে কুপিয়ে খুন করে একটি মোটরসাইকেল ছিনতাই করেছে দৃর্বুত্তরা। ওই নৈশপ্রহরীর নাম ওমর ফারুক (৩০)।

দারুসসালাম থানা সূত্র জানায়, বাসার নিচের গ্যারেজে রাখা একটি মোটরসাইকেল দৃর্বুত্তরা নিয়ে যাচ্ছে দেখে বাধা দেয় ওমর ফারুক। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।