নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে এক ফুটপাত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আরেক ফুটপাত ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকেল ৩টার দিকে নিউ মার্কেট এলাকায় চাঁদনিচক মার্কেটের সামনে ফুটপাত ব্যবসায়ী খোকন মোল্লা (৩০) ও বাবুল পাটোয়ারিকে (৪০) এলোপাতাড়ি কোপায় শাহাবুদ্দিন নামের আরেক ফুটপাত ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে খোকন মোল্লা মারা যান।
বাবুল পাটোয়ারির ভাই লোকমান পাটোয়ারি অভিযোগ করেছেন, শাহাবুদ্দিনসহ কয়েকজন চাঁদনিচক মার্কেটে মাদক ব্যবসা করতেন। এ নিয়ে গত সোমবার শাহাবুদ্দিনের সঙ্গে খোকন মোল্লা ও বাবুল পাটোয়ারির কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে বুধবার শাহাবুদ্দিন দুজনকে কুপিয়ে পালিয়ে গেছেন।
শাহাবুদ্দিনকে এখনো আটক করতে পারেনি পুলিশ।