রাজধানীতে এক ব্যক্তিকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরার বনশ্রীতে এক ব্যক্তিকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে বনশ্রীর ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, সকাল ১১টার পর রামপুরার বনশ্রীর এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে দৃর্বৃত্তরা ওই ব্যক্তিকে গুলি করে তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে যায়।