নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসা থেকে গোলাম সরোয়ার নামে (৩০) এক রেল কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে আসে পুলিশ। সরোয়ার বাংলাদেশ রেলওয়েতে জুনিয়র অডিটর হিসেবে কর্মরত ছিলেন।
মেডিক্যাল প্রতিনিধি জানায়, শুক্রবার সকালে পরিবারের লোকজন সরোয়ারকে ডাকাডাকি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে কলোনির ডি/১৫/ও নম্বরের বিল্ডিং এর চতুর্থতলা থেকে তার লাশ উদ্ধার করে।
শাহজাহানপুর থানার এসআই মো. মোজ্জামেল হক বলেন, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তা ছাড়া তার শরীরের কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।