
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে সাতটি ককটেলসহ মো. মুকুল (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কুর্মিটোলার পূর্ব ক্যাম্পের শাহ পরান বস্তিতে অভিযান চালিয়ে সাতটি ককটেলসহ মুকুলকে আটক করা হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।