নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় এক কিশোরীকে (১৪) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আলমগীর নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে ভিকটিম কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ভিকটিম কিশোরী জানায়, সে কুতুবখালীর একটি টিনশেড বাসায় একা থাকত। শুক্রবার রাত ২টার দিকে প্রতিবেশী আলী (২৪) তার দরজায় ডাকাডাকি করে। দরজা খুলে না দিলে আলীসহ চারজন ঘরের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে।
ভিকটিমের চাচি লাইলি বেগম বলেন, ‘শনিবার সকালে সে (ভিকটিম) আমার সঙ্গে বিষয়টি শেয়ার করে। পরে আমি যাত্রাবাড়ী থানায় একটি মামলা (নং-৩০) দায়ের করি ও রাতেই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করি।’
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা আকরাম হোসেন বলেন, ‘এ ঘটনায় বাড়িওয়ালা আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত আলীসহ অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’