
রাজধানীর ফরিদাবাদ গ্ল্যাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ ৮ কিশোরকে আটক করেছে।
গণউপদ্রবের অভিযোগে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে শর্তসাপেক্ষে তাদের তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
শ্যামপুর থানা পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণউপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে একজন সচেতন নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।