নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে আম গাছের ডাল মাথায় পড়ে সানিয়া আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে মিরপুর মডেল টাউন এলাকার উত্তরগিরির পারের এক নম্বর রোডে এ দূর্ঘটনা ঘটে।
সানিয়া আক্তারের বাবা আলফু মিয়া জানান, দুপুরে বাড়ির সামনে একটি আম গাছ কাটা দেখছিল সানিয়া। এ সময় গাছের একটি বড় ডাল তার মাথায় পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। বিকেল সাড় ৫টার দিকে ঢামেক হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সানিয়ার মায়ের নাম রোজিনা বেগম। তাদের বাড়ি কিশোরগঞ্জের মিটামোহন উপজেলায়। সেখানে তৃতীয় শ্রেণিতে পড়ত সানিয়া। তার বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
সানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।