নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকায় মাহফুজ (৩২) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে শিল্পাঞ্চল থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান।
তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নূরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাহফুজ। নূরুল ইসলাম চিৎকার করলে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে ছিনতাইকারীকে আটক করে পুলিশ।