
নিজস্ব প্রতিবেদক : জাতীয় যুব দিবস-২০১৭ উপলক্ষে রাজধানীতে যুব র্যালি করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল বুধবার সারা দেশে জাতীয় যুব দিবস উদযাপিত হবে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি শুরু হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয় , যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।