এস.এম.মনির হোসেন জীবন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক রুট পারমিট বাতিল করা সত্বে ও রাজধানীতে পরিবহন চালানোর অভিযোগে জাবালে নূর পরিবহনের ৬টি বাস জব্দ করেছে এলিট ফোর্ট র্যাব। আজ শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাব-১ ও র্যাব-৪ এর সদস্যরা এসব বাস জব্দ করেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-১,উত্তরা ও র্যাব-৪ অফিস সুত্রে জানা যায়, রুট পারমিট বাতিল হওয়া সত্বেও জাবালে নূর পরিবহনের বাসগুলো রাস্তায় বের করা হয়। তাই সেগুলো জব্দ করা হয়েছে। এর আগে গত ১ আগস্ট রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব-১ অফিস সুত্রে জানা যায়, র্যাব-১ সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার জন্য দায়ী জাবালে নূর পরিবহনের তিনটি বাসের চালক মাসুম বিল্লাহ, যুবায়ের ও সোহাগকে এবং দ’ুজন হেলপার রিপন ও এনায়েতকে গ্রেফতার করে। পরে র্যাব-১ ওই বাসটির মালিক শাহাদাত হোসেনকে গ্রেফতার করেন। এরপর র্যাবের কাছে স্বীকারোক্তিতে বাসচালক মাসুম বিল্লাহ জানান, তার বড় গাড়ি চালানোর লাইসেন্স ছিল না। হালকা যান প্রাইভেটকার ও ছোট মাইক্রোবাস চালনার জন্য লাইসেন্স নিয়ে রাজধানীর মিরপুর কালশী রুটে বাস চালিয়ে আসছিল তারা।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চাপায় মিম ও রাজিব নামে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও ৮ থেকে জন শিক্ষার্থী। ঘটনার দিনই নিহত শিক্ষার্থী মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় রোড এক্রিডেন্ট আইনে মামলা দায়ের করেন।


