
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- খোকন সরকার (৪৫) ও আনু (২৬)।
শনিবার রাতে পশ্চিম রামপুরার উলন রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।’
তাদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।