নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মতিঝিল এলাকা থেকে জাল মুদ্রা কারবারি চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে র্যাব-৩’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক চারজন হলেন, চঞ্চল মীর ওরফে সৈয়দ আলী (৪০), আব্দুল জব্বার (৪৮), মোসাদ্দেকুর রহমান (৫৫) ও নূর সাইদ মিঠু (৩৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (০৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের দিলকুশা এলাকায় অভিযান চালায় র্যাব-৩’র একটি দল। অভিযানে জাল মুদ্রা কারবারি চক্রের চার সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মার্কিন একশ ডলারের ১০টি জাল নোট, বাংলাদেশি এক হাজার টাকার জাল নোট ১০টি, ব্রিটিশ পাঁচ পাউন্ডের জাল নোট পাঁচটি, পাঁচ ইউরোর জাল নোট ২০টি, ওমানের একশ বাইসার (পয়সা) ১০টি জাল নোট জব্দ করা হয়।
র্যাব জানায়, আসামিরা একটি সংঘবদ্ধ জাল মুদ্রা কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে বিদেশ থেকে আসা বাংলাদেশি নিরীহ লোকদের বৈদেশিক মুদ্রা ভাঙানোর নাম করে মুদ্রা নিয়ে জাল টাকা দেওয়ার মানুষের সাথে প্রতারনা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


