
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এবং মুগদা এলাকা হতে জেএমবির (সারোয়ার গ্রুপ) দাওয়াতী শাখার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন-আরিফ হোসেন ও রমিজ উদ্দীন। শনিবার রাত সোয়া ৮টার দিকে খিলগাঁও রেলওয়ে ক্রসিং থেকে আরিফ ও সাড়ে ৯টার দিকে মুগদা থেকে রমিজকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় গত জুন মাসের সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।