রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিন ব্যক্তি নিহত

এস,এম মনির হোসেন জীবন : রাজধানীতে পৃথক তিনটি স্থানে চলন্ত ট্রেনের ধাক্কায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন মো: ফরিদ মিয়া (৪১) ও বাকী ২জন অজ্ঞাত নামা ব্যক্তি। এদের আনুমানিক বয়স ২৪ থেকে (৪৪)। নিহত ফরিদ মিয়ার পিতার নাম মো: আবুল কাশেম। নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা এলাকায় তার বাড়ি। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ লাশ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াসিন ফারুক আজ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা রেলওয়ে থানা পুলিশ আজ জানান, শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ের দক্ষিণে রেললাইনে সিলেট থেকে ঢাকার কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। তার পরনে ছিল একটি ফুল পেন্ট।

এদিকে আজ বেলা ১১টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ৩নং প্লাটফর্মে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হন অজ্ঞাতনামা এক যুবক। তার বয়স আনুমানিক ২৫ বছর।

বিমানবন্দর রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: আলী আকবর আজ জানান, বৃহস্পতিবার বিকেলে কুড়িল বিশ্বরোড রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হয় ফরিদ মিয়া (৪১) নামে এক ব্যক্তি। পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মধ্য রাতে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা এলাকায়। তার পিতার নাম মো: আবুল কাশেম।

পৃথক তিনটি ঘটনায় নিহত ৩টি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ( ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত নামা ২ জনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এসব ঘটনায় কমলাপুর জিআরপি থানায় আলাদা তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।