রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক : শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মালিবাগ ও ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হন ফজল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ফজল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাকর জামার পকেটে থাকা একটি ডকুমেন্টের সূত্র ধরে তার নাম ফজল বলে ধারণা করা হচ্ছে।

রমনা থানার এসআই আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরণে একটি চেক লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।