রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শাহবাগ এলাকা থেকে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁও থানা এলাকার বনরূপা কবরস্থানের সামনের রেললাইন দিয়ে হাঁটছিলেন এক ব্যক্তি (৩৫)। এ সময় একটি ট্রেন পেছন থেকে এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে জিআরপি থানার উপ-পরিদর্শক রবি উল্লাহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দুপুর দেড়টার দিকে শাহবাগ থানা এলাকার সাকুরা বারের সামন থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক ইমাম মেহেদী জানান, ওই ব্যক্তির পরনে কালো রঙের প্যান্ট শার্ট ছিল। লাশটি ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।