রাজধানীতে ট্রেনে ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুল জানান, তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন রেললাইন দিয়ে ওই বৃদ্ধ হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে অচেতন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, বৃদ্ধ লোকটি ওই এলাকায় ভিক্ষা করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ওই বৃদ্ধর নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।