
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে জুয়েল ও রিক্তা নামে এক দম্পত্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পেছনের হানিফের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, জুয়েল ও রিক্তা রাজধানীতে একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জুয়েল ও রিক্তার পাশের বাসায় সদস্যদের বরাত দিয়ে শাহীন ফকির বলেন, ‘পাশের বাসার ভাড়াটিয়াদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন, গত দুইদিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছে।’
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান শাহীন ফকির।