রাজধানীতে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে অঞ্চল-২ এর অধীন মিরপুর সেকশন-৬ এবং সেকশন-১০ এ অবস্থিত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা জানান, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত মিরপুর সেকশন-৬ এর ২, ৩ এবং ৪ নম্বর সড়ক এবং সেকশন-১০ এর ১ নম্বর সড়কের ঝুটপট্টি হিসেবে পরিচিত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এ সময় পাকা, আধাপাকা, স্থায়ী স্থাপনার বর্ধিতাংশ, দেয়াল, র‌্যাম্প, অস্থায়ী শেডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এর ফলে বিশাল এলাকা অবৈধ দখলমুক্ত হওয়ায় ডিএনসিসির নির্মাণাধীন রাস্তা প্রশস্ত করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে অবৈধ দখলের ফলে এ এলাকার রাস্তাঘাট প্রশস্তকরণ কাজ থেমে ছিল। বর্তমান মেয়রের উদ্যোগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সহায়তায় এ উচ্ছেদ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলো।

উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোবাশ্বের চৌধুরী, মো. রজ্জব হোসেন, কাজী জহিরুল ইসলাম মানিক, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. শরিফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল এম এম সাবের সুলতান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) লে. কর্নেল মো. আজাদুর রহমানসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।