জেষ্ঠ্য প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকায় দুই শিশু সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদেরই জন্মদাত্রী মা।
এ ঘটনার পর মৃত দুই শিশুর মা আখতারুন্নেসা পপিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশ পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। মৃত দু’শিশুর হলো, মেহজাবিন আলভী (১১) ও জান্নাতুল ফেরদৌস জান্নাত (৬)।
শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মশিউর রহমান জানান, শুক্রবার দিনগত রাতে দুই সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর নিজঘরেই ছিলেন তাদের মা। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটায় খবর পেয়ে পুলিশ দগ্ধ অবস্থায় মৃত শিশুদের মাকে উদ্ধার করে। পরে তাকে পুলিশ পাহারায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
নিহত শিশুদের নানা আবু তালেব জানান, খিলগাঁওয়ে ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়াশোনা করত তার দু’ নাতনি। আলভী চতুর্থ শ্রেণীতে ও জান্নাত জুনিয়ার ওয়ানে। দু’জনেই ছিল খুব মেধাবী। ওদের বাবা মোজাম্মেল হোসেন বিপ্লব। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করেন। শুক্রবারে মুন্সিগঞ্জ থেকে খিলগাঁওয়ে বাসায় আসেন ও শনিবারে আবার থেকে মুন্সিগঞ্জ চলে যান।
তিনি আরও জানান, মোজাম্মেল হোসেন (মেয়ে জামাই) প্রায়ই তার মেয়েকে বলতেন ফকিন্নির মেয়েকে বিয়ে করার পর থেকে কোনো শান্তি নেই। এখন কীভাবে কী হয়েছে তা তিনি জানেন না।


