রাজধানীতে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে খিলগাঁও ও মিরপুরে এসব ঘটনা ঘটে।

সূত্র জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকার একটি বাসায় ঢুকে কয়েকজন দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে দারোয়ান মনিরুজ্জামান মনিরকে (৩২) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সেখানে থাকা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে বাসার লোকজন মনিরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে, একই সময়ে রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি ভবনের নিচ তলায় ঢুকে দারোয়ান অপু কুমার সরকারকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে পাশের বাসার দারোয়ান অনিসুর রহমান (৩০) তাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে তারা। পরে সেখানে থাকা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসার লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।