রাজধানীতে নারী উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহ ও বিপণনের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এস.এম.মনির হোসেন জীবন: রাজধানীতে ‘নারী উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহ ও বিপণনের কৌশল’ শীর্ষক কর্মশালা আজ বিকেলে রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের জাবিক অডিটোরিয়ামে অনুষ্টিত হয়েছে। বেসরকারী উন্নয়ন ও সাহার্য্য সহযোগিতা ’’ ষোলোআনা ফাউন্ডেশন ও ফয়েজ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশাল অনুষ্ঠিত হয়। এ্যান্টার প্রেনিউর ডেভলোপমেন্ট সেন্টারের দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশন অব গ্রোসরোটস ওমেন এ্যান্টর প্রেনিউরস বাংলাদেশের প্রেসিডেন্ট মৌসুমী ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকির গ্রæপের সিএফও জিল্লুর রহমান। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার মাসুদুর রহমান, ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সালে মোহাম্মদ আব্দুল মাজেদ, ও ষোলোআনা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মুর্শীদা মীম বক্তব্য রাখেন। কর্মশালায় এসময় আরো উপস্থিত ছিলেন, ষোলোআনা ফাউন্ডেশনের মিডিয়া সম্পাদক রাশেদ আকন, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
কর্মশালায় রাজধানীতে নারী উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহ ও বিপণনের নানা কৌশল ও বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরা হয়।

কর্মশালায় ষোলোআনা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মুর্শীদা মীম বলেন, আমরা নারী, অবহেলিত পথশিশু ও সমাজের গরিব,অসহায় ও দুস্থদের নিয়ে কাজ করি। আমরা সবার জন্য সুরক্ষা নিশ্চিত করতে চাই। আগামী দিনে আমাদের এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।