ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর অংশ হিসেবে রাজধানী এবং গাজীপুরে বিজিবি মোতায়ন করা হয়েছে। শনিবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফাঁসি কার্যকরের পরিপ্রেক্ষিতে রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে গাজীপুরেও মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি।
প্রসঙ্গত, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করার নির্বাহী আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছেছে। অতিরিক্ত আইজি প্রিজন্স কর্নেল ইকবাল কবির কাশিমপুর কারাগার কমপ্লেক্স-২ এর জেলারের কাছে নির্বাহী আদেশের কপি হস্তান্তর করেন।