রাজধানীতে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা শহরের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ তিনি যে পথে যাতায়াত করবেন সেই সব স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, তিনি আমাদের অতিথি। অনেকদিন পর একজন চীনা প্রেসিডেন্ট এদেশে এসেছেন। এ জন্য বাড়তি সতর্কতায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।