
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা থানা এলাকা থেকে মো. ইমন (২০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইমনের গলায় গুলির চিহ্ন থাকলেও পুলিশ নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলী সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম হাজীপাড়া এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। তার গলায় গুলির চিহ্ন রয়েছে। মেঝেতে একটি গুলির খোসা পড়া ছিল। কে বা কারা তাকে গুলি করেছে তা জানা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।