
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পাঁচ ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বুধবার রাতে তেজগাঁও থানার এলেনবাড়ি ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে গোলাম মাহাবুব ভূঁইয়া নামে এক ব্যক্তির গতিরোধ করে ছিনতাইকারিরা। এ সময় তার চিৎকারে তেজগাঁও থানার টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারি ওমর আলী ও মো. তারেককে গ্রেপ্তার করে। এ সময় একটি চাপাতি উদ্ধার করা হয়। একইদিন সন্ধ্যায় কারওয়ান বাজার জাহাঙ্গীর টাওয়ারের সামনে থেকে দুই ছিনতাইকারি রুবেল ও মো. সুমনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনে থেকে মো. মমিন নামে আরো এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।