নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মো. রইচ উদ্দিন আহম্মেদ (৩৯)। আটকের সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতকাল সোমবার ভোর ৫টার দিকে এসআই মো. আরিফুর রহমান লাল কুটি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
রইচ উদ্দিনের বিরুদ্ধে দারুস সালাম থানায় অস্ত্র মামলা হয়েছে।