নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
খিলগাঁও থেকে বৃহস্পতিবার রাতে পারভেজ ভুঁইয়াকে (৩০) গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। তার কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে পারভেজকে আদালতে পাঠানো হয়।
ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের সুপার মার্কেটের সামনে থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানান, পারভেজ দীর্ঘদিন অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত। তিনি মাঝে মাঝে অস্ত্র ভাড়ায় খাটাতেন। এ ব্যাপারে খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।