রাজধানীতে পুরোনো গাড়ির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ২০ বছরের বেশি পুরোনো এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযানে ২০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের এবং পাঁচজন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানীর খিলগাঁও, টিকাটুলি ও শাহবাগে ডিএসসিসির ম্যাজিস্ট্রেট মো. মামুন সরদার, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার অভিযান পরিচালনা করছেন। এ ব্যাপারে ডিএসসিসির ম্যাজিস্ট্রেট মো. মামুন সরদার বলেন, ‘২০ বছরের পুরোনো গাড়ির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো অভিযান চালানো হয়। কাগজ না থাকায় ২০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লাইসেন্স না থাকায় পাঁচজন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘গাড়ির বৈধ কাগজ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’ গত ১৫ ফেব্রুয়ারি ডিএসসিসিতে ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র সাঈদ খোকন ঘোষণা দেন, ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত বাস ৫ মার্চ থেকে রাজধানীতে আর চলতে দেওয়া হবে না। এরই ধারবাহিকতায় তৃতীয় দিনের মতো আজ এ অভিযান চলছে।