নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক অভিযানে সন্দেহভাজন ১০ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা নিহত জঙ্গিনেতা তামিম-সরোয়ার গ্রুপের বলে র্যাব দাবি করেছে।
সোমবার র্যাব হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।
র্যাবের অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান জানান, কলাবাগান ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।