
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। রোববার রাতে ও সোমবার ভোরে মিরপুর রূপনগর ও বনানীতে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আলম জানান, সোমবার ভোরে আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ৮টার দিকে মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫- ২৭। পরনে ছিল জিন্স ও চেক শার্ট। অন্যদিকে রূপনগর থানার এসআই মো. আজিজুল হক জানান, রোববার দিবাগত রাতে গোড়ান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় রাজ্জাক (৪৬) ও তার বন্ধু জাহিদুর রহমান দুদু (৪২) নিহত হন।
তিনি আরও জানান, ওই দুই বন্ধু মটরসাইকেল করে সাভার থেকে মিরপুরের দিকে যাওয়ার সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় আহত হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।