
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি ও মো. আলী হোসেন (৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া বাসস্ট্যান্ড ও কামরাঙ্গীরচরে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, দুপুরে অজ্ঞাত ওই ব্যক্তি যাত্রাবাড়ীর শনির আখড়া বাসস্ট্যান্ড পার হওয়ার সময় একটি হিউম্যান হলার ও প্রইভেটকারের মধ্যে চাপা পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির শার্টের পকেট থেকে প্রফেসর আবদুর রশিদ, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, নামের একটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে। তবে কার্ড ওই ব্যক্তির কি না- এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, কামরাঙ্গীরচর লোহার পুল বেড়িবাঁধ এলাকায় একটি কার্ভাডভ্যানের ধাক্কায় মো. আলী হোসেনের নামের ঢালাই রাজমিস্ত্রি নিহত হন। তার সহকর্মী নেছার উদ্দীন সাংবাদিকদের জানিয়েছেন, বেড়িবাঁধ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির কার্ভাডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ দুটি মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাচ্চু মিয়া।