রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গেণ্ডারিয়া ও সায়েন্সল্যাবে পৃথক সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে নুরুল ইসলাম গেণ্ডারিয়ায় রাস্তা পার হতে গেলে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলামের বাড়ি পটুয়াখালীর ধুমকিতে। তার বাবার নাম হাতেম হাওলাদার। তিনি কদমতলীর ধনিয়া বাজারে থাকতেন।

তিনি আরো জানান, রাত দেড়টার দিকে রিকশা করে বাসায় ফিরছিলেন আলমগীর হোসেন। সায়েন্সল্যাব মোড়ে গেলে পেছন থেকে একটি প্রাইভেট কার তার রিকশায় ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমগীরের গ্রামের বাড়ি ঝালকাটির নলছিটিতে। তার বাবার নাম কাদের হাওলাদার। তিনি হাজারীবাগের ট্যানারি মোড়ে থাকতেন।

বাচ্চু মিয়া জানান, বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ২টি ঢামেক মর্গে রাখা হয়েছে।