রাজধানীতে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়ন্দা শাখা।

 

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইউসুফ আলী।

 

তিনি বলেন, চক্রটি বিকাশের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে প্রাতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।

 

এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।